
নিউইয়র্ক : রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তিনি বলেন, পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। শনিবার নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বিশ্ব নেতাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে, পহেলগাম হামলার প্রসঙ্গ তুলে ধরে জয়শঙ্কর বলেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজস্ব জনগণকে রক্ষা করার অধিকার প্রয়োগ করেছে।
জয়শঙ্কর আরও বলেন, “স্বাধীনতার পর থেকে ভারত এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কয়েক দশক ধরে এমন একটি প্রতিবেশী রয়েছে, যা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল। বড় আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার সন্ধান পাওয়া যায় সেই একটি দেশেই, সীমান্ত পারাপারের বর্বরতার সাম্প্রতিকতম উদাহরণ ছিল এই বছরের এপ্রিলে পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যা।”
বক্তৃতার শুরুতে দেশকে ‘ভারত’ হিসেবে উল্লেখ করেন জয়শঙ্কর। তাঁর কথায়, “পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসের কেন্দ্র। ভারতকে স্বাধীনতার সময় থেকেই এই সমস্যার মোকাবিলা করতে হয়েছে। কারণ, এক প্রতিবেশী আন্তর্জাতিক সন্ত্রাসের কেন্দ্র।”

