কংগ্রেস জনগণকে লুট করার একটি সুযোগ হাতছাড়া করেনি : প্রধানমন্ত্রী

ঝাড়সুগুড়া : কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, কংগ্রেস জনগণের টাকা লুট করার একটি সুযোগও হাতছাড়া করেনি। শনিবার ওড়িশার ঝাড়সুগুড়ায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “আপনারা ভালো করেই জানেন, আগে কি অবস্থা ছিল। কংগ্রেস জনগণকে লুট করার একটি সুযোগ হাতছাড়া করেনি। ২০১৪ সালে জনতা যখন আমাদের বেছে নিয়েছিলেন, আমরা আপনাদের কংগ্রেসের লুট প্রথা থেকে মুক্ত করেছি। বিজেপি সরকারের অধীনে দ্বিগুণ সঞ্চয় ও দ্বিগুণ আয়ের যুগ শুরু হয়েছে।”

বিএসএনএল ৪জি পরিষেবা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, “এটা আমাদের জন্য গর্বের বিষয় বিএসএনএল আমাদের নিজের দেশে সম্পূর্ণ দেশীয় ৪জি প্রযুক্তি তৈরি করেছে।

কঠোর পরিশ্রম এবং দক্ষতার সঙ্গে বিএসএনএল ইতিহাসে একটি নতুন অধ্যায় তৈরি করেছে। আমি এই কাজে নিয়োজিত সবাইকে অভিনন্দন জানাই। ৪জি পরিষেবা চালু করার জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির অধিকারী বিশ্বের পাঁচটি দেশের মধ্যে ভারত রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + three =