কলকাতা : ভারতীয় জনতা পার্টির তরফে শুক্রবার কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে হাজির ৪ সদস্যের এক প্রতিনিধিদল। দলের রাজ্য সহ সভাপতি শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়, সুনীল সিং প্রমুখ উপস্থিত ছিলেন।
ওই প্রতিনিধি দলের অভিযোগ – জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশকে অগ্রাহ্য করেই এ রাজ্যে অনিয়মের কাজ চলছে। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে এ নিয়ে সবিস্তারেই জানায় ওই প্রতিনিধি দল।
তাদের আরও অভিযোগ, নিবিড় ভোটার তালিকা সংশোধনী নিয়েই রাজ্য সরকারের তরফে বিরোধিতা করা হচ্ছে। উল্লেখ্য, আগামী অক্টোবর মাস থেকেই রাজ্যে শুরু হতে পারে এসআইআর, এমনটাই মনে করা হচ্ছে।

