২০২৫ এমি আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হলেন গায়ক ও নায়ক দলজিৎ দোসাঞ্জ

২০২৫ এমি আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হলেন গায়ক ও নায়ক দলজিৎ দোসাঞ্জ (Daljit Dosanjh)। শুধু তাই নয়, তাঁর অভিনীত সিনেমা ‘অমর সিং চমকিলা’ মিনি সিরিজ ক্যাটোগরিতে মনোনয়ন পেয়েছে। সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেরা মুহূর্ত আমার ও অমর সিং চমকিলার জন্য যিনি গ্লোবাল স্টেজে পঞ্জাবকে তুলে ধরেছিলেন। আমার কাছে অনেক গর্বের মুহূর্ত পঞ্জাবের একজন শিল্পীকে নিয়ে আন্তর্জাতিক মাত্রায় কথা হচেছ। এই মনোনয়ন শুধুমাত্র আমার জন্য নয়, চমকিলার পরিবারের মনোনয়ন। আমি ইমতিয়াজ আলির কাছে কৃতজ্ঞ আমায় এই চরিত্র দেওয়ার জন্য।

অভিনেতা তাঁর খুশি শেয়ার করে ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে ডিরেক্টর ইমতিয়াজকে ধন্যবাদও জানিয়েছেন। সঙ্গে সিনেমার অভিনেত্রী পরিণীতি চোপরাও ডিরেক্টর ইমতিয়াজকে এমি পুরস্কারে মনোনয়ন পাওয়ার জন্য অভিন¨ন জানান।

উল্লেখ্য, এর আগে কমেডিয়ান ও অভিনেতা বীর দাস (Vir Das) আন্তর্জাতিক এমি পুরস্কারে ‘বেস্ট কমেডি স্পেশ্যাল’ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। একতা কাপুর টিভি দুনিয়ায় অসামান্য অবদানের জন্য ‘ডিরেক্টরেট পুরস্কার’ পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − sixteen =