জুবিন গর্গের মৃত্যুর তদন্তকারী বিশেষ দল গ্রেপ্তার করল ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে

বিখ্যাত অসমীয়া গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুর তদন্তকারী বিশেষ তদন্ত দল (SIT) গ্রেপ্তার করল জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। সিঙ্গাপুরে বিতর্কিত ইয়ট ভ্রমণের সময় জুবিনের সঙ্গে উপস্থিত ছিলেন শেখর জ্যোতি গোস্বামী। গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে । জানা গিয়েছে,বছরখানেকর ধরেই জুবিনের সঙ্গে কাজ করছেন শেখরজ্যোতি। অভিযোগ, তাঁর আমন্ত্রণেই জলে নেমেছিলেন জুবিন। এদিন নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্ত সিটের নজরে আছেন। তিনি বর্তমানে বিমানবন্দরের একটি লাউঞ্জে আছেন এবং আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে সিআইডি-এর সঙ্গ যোগাযোগ করেছেন।  মহন্তকে গ্রেপ্তারও করা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িত অনিয়মের অভিযোগে সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্যকেও আটক করা হতে পারে। জানা গিয়েছে, তদন্ত যত এগোবে গ্রেপ্তারিও বাড়তে পারে।

তদন্তকারী অফিসাররা মহন্তের বাসভবনে তল্লাশি চালিয়েছে, তবে অনুসন্ধানের বিষয়ে কোনও তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 5 =