নিজস্ব প্রতিবেদন, মুর্শিদাবাদ: লালবাগ ও বেলডাঙায় পুজোর উদ্বোধন করলেন রাজ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লালবাগের বুধাসপাড়া ফ্রেন্ড একাদশ ক্লাবের রাজস্থানের লক্ষ্মী নারায়ণ বিড়লা মন্দির থিমের শুভ উদ্বোধন করেন তিনি। এরপর এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি কুর্মিটোলা অগ্রদূত সংঘের দুর্গোৎসবের উদ্বোধন করেন। অগ্রদূত সংঘের এবারের বিশেষ আকর্ষণ কামরূপ কামাখ্যা মায়ের মন্দির এবং ষোড়শী রূপে মা দুর্গার মনোমুগ্ধকর প্রতিমা। পরে তিনি নাকুরতলা ব্যবসায়ী সমিতির গুজরাটের স্বামীনারায়ণ আশ্রম থিমের পুজো মণ্ডপের উদ্বোধন করেন। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সৌমেন মণ্ডল, বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং কমিটির সদস্যরা। প্রতিটি পুজো মণ্ডপ থেকে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ বিজেপি জেলা সংগঠনিক সভাপতি সৌমেন মণ্ডল এবং মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, রাধামাধব মন্দিরের সেবাইত মিঠু মহারাজকে বরণ করে নেওয়া হয়। এদিন বিপুল মানুষ ভিড় জমিয়ে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। সব অনুষ্ঠান শেষে শুভেন্দু অধিকারী লালবাগ থেকে বেলডাঙার উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ তিনি আশ্রমপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজোর শুভ উদ্বোধন করেন। তাঁর উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে লালবাগ ও বেলডাঙা। স্থানীয় বাসিন্দাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

