কলকাতা : বৃষ্টিতে ‘সর্বস্বান্ত’ কলেজ স্ট্রিট! উৎসবের মুখেই বিপুল ক্ষতিতে বিপর্যস্ত বইপাড়া। কলকাতা শহরের জল যন্ত্রণায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হল কলেজ স্ট্রিট বই পাড়ার একাধিক দোকান ও প্রকাশনী সংস্থাকে।
সোমবার যখন দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন তখনও রাতে ভারী বৃষ্টিপাতের তেমন কোনও পূর্বাভাস ছিল না। মঙ্গলবার বহু দোকান জলমগ্ন, জলে ভাসতে থাকে একের পর এক বই! বুধবার বই-ব্যবসাবীদের দাবি, কারও ৭০-৮০ হাজার টাকার, কারও বা লক্ষাধিক টাকার বই নষ্ট হয়েছে।
মঙ্গলবার বৃষ্টিতে কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, বর্ণপরিচয় মার্কেট সব জলের তলায় চলে যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সির সামনে দাঁড়ায় প্রায় এক কোমর জল। ভিজে যাওয়ায় ফেলে দিতে হচ্ছে বহু নতুন বই। তার মধ্যে থেকেও কিছু বই বাঁচানোর চেষ্টা চলছে। গোটা কলেজ স্ট্রিট জুড়ে করুণ চিত্র রোদে দিয়ে শুকানোর চেষ্টা চলছে বই।
প্রত্যেকটা দোকানেই জল ঢুকে গিয়েছিল। বইয়ের দোকানে বই সাধারণত মাটিতেই রাখা থাকে। যে-সব ছোট দোকান পুরনো বই বিক্রি করে, সাধারণত তাদের বসার জায়গার নীচেই বই রাখার ব্যবস্থা। রাস্তাঘাট জলে ভরে যাওয়ায় এককথায় ‘সব শেষ’!
মঙ্গলবার দেখা গিয়েছিল, জলে ভাসছে বই। বুধবারের ছবি, বই শুকিয়ে কিছুটা হলেও আর্থিক ক্ষতি সামলানোর চেষ্টায় পুস্তক-ব্যবসায়ীরা।

