কলকাতা : পাটুলি দমকল কেন্দ্র লাগোয়া একাধিক আবাসন বুধবার সকালেও বিদ্যুৎহীন। সেখানকার বাসিন্দারা জানাচ্ছেন, মঙ্গলবার সকাল থেকেই বিদ্যুৎ নেই। জল বেশি দামে কিনে খেতে হচ্ছে। শিশু, বৃদ্ধদের সবচেয়ে বেশি অসুবিধায় পড়তে হচ্ছে। একই অবস্থা ই এম বাইপাস লাগোয়া আবাসনগুলিতে। মুকুন্দপুর, পঞ্চসায়র এলাকার একাধিক আবাসনের বাসিন্দাদেরও জল কিনে খেতে হচ্ছে।
এদিকে, চব্বিশ ঘণ্টা পার হলেও বেহালার বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন। কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, বেহালা, সরশুনা এলাকার বিভিন্ন রাস্তায় জল জমে আছে।
আদর্শনগর, শীলপাড়া ছাড়াও পর্ণশ্রী থানার পিছনে সরকারি আবাসন এলাকায় এখনও জল রয়েছে। জোকার বিভিন্ন রাস্তা জলবন্দি। উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় বুধবার সকালেও বৃষ্টির জমা জল দেখা গেছে।

