সুপার কাপের বিদেশি খেলানো নিয়ে সিদ্ধান্ত জানাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী ২৫ অক্টোবর শুরু হতে চলেছে সুপার কাপ। ২৫ সেপ্টেম্বর সুপার কাপের ড্র আয়োজিত হবে। সম্ভবত প্রথম দিনই খেলতে নামবে মোহনবাগান। সুপার কাপ বিদেশির সংখ্যা কমানো নিয়ে ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান।
তিন মাস আগেই এক সাংবাদিক সম্মেলনে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে দাবি করেছিলেন, ভারতের বড় ক্লাবগুলি দেশের সেরা লিগে বিদেশিদের খেলানোকেই প্রাধান্য দেয়। ফলে দেশীয় ফুটবলাররা তেমন সুযোগ পায় না। এবার নিজেদের কথার উল্টো পথে হাঁটছে ফেডারেশন। এএফসির নিয়ম অনুযায়ী, সুপার কাপেও ছ’জন বিদেশি খেলানো হবে বলে জানিয়েছে ফেডারেশন। আইএসএলে মোট চারজন বিদেশিকে একসঙ্গে দলে রাখা যায়, ছয়জন বিদেশিকে রেজিস্টার করানো যায়। মঙ্গলবার মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া চিঠি দিয়ে সুপার কাপে বিদেশির সংখ্যা কমানোর দাবি জানিয়েছেন।
ভারতীয় ফুটবলারদের উন্নতির স্বার্থে সুপার কাপেও আইএসএলের মতো চারজন বিদেশি খেলানোর নিয়ম রাখা উচিত। এই চিঠিতে অতীতে ফেডারেশন সভাপতির বক্তব্যকে উল্লেখ করে দেওয়া হয়েছে। ফেডারেশনের সঙ্গে মোহনবাগানের ঝামেলা নতুন নয়। এবার আরও একবার প্রতিবাদী চিঠি মোহনবাগান ম্যানেজমেন্টের। ফেডারেশনের সঙ্গে মোহনবাগানের সংঘাত নতুন কিছু নয়। এর আগে ফুটবলার শুভাশিস বোস ও আশিক কুরুনিয়ানের চোটের কথা উল্লেখ করে সম্প্রতি কাফা নেশনস কাপে জাতীয় ফুটবলারদের ছাড়েনি মোহনবাগান। সম্প্রতি আনোয়ার আলী ইস্যুতেও ফেডারেশনের কাছে জবাব চেয়ে চিঠি দিয়েছে মোহনবাগান।

