সিইএসসি-কে ক্ষতিপূরণ ও চাকরি দিতে হবে, দাবি মমতার

কলকাতা : দুর্যোগের কলকাতায় মৃত্যুমিছিল। পশ্চিমবঙ্গে আবারও প্রাণ গেল ১০ জনের। প্রশ্নের মুখে সিইএসসি ও বিদ্যুৎ দফতরের ভূমিকা। এত মৃত্যুর দায় কার? উঠছে প্রশ্ন। এই প্রেক্ষাপটে কলকাতায় দুর্যোগে মৃত্যুমিছিল। সিইএসসি-কে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জমা জলে বিদ্যুৎসপৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু। শহরের বিভিন্ন প্রান্তে জমা জলে খোলা তারের বলি আট। ২ জেলায় আরও ২ জনের মৃত্যু। শহরে বারবার জমা জলে মৃত্যু। তার পরও হুঁশ ফেরেনি।

এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা খুবই মর্মান্তিক, মৃতদের পরিবারকে সমবেদনা। আমার সঙ্গে সিইএসসি-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কথা হয়েছে। এর আগেও একাধিক দুর্ঘটনা হয়েছে, কিন্তু সিইএসসি সতর্কভাবে কাজ করছে না, এভাবে যেন মানুষের প্রাণ না যায়। সিইএসসি-কে ক্ষতিপূরণ দিতে হবে, চাকরিও দিতে হবে।

রাজ্য সরকারও মৃতদের পরিবারের পাশে আছে। জীবনের বিকল্প অর্থ হয় না। পুজোর আগে এতগুলো জীবন চলে গেল। সকলকে অনুরোধ করব জল থাকাকালীন কেউ রাস্তায় বেরোবেন না’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + fifteen =