লখনউ : দীর্ঘ ২৩ মাস পর স্বস্তি পেলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান। মঙ্গলবার সীতাপুর জেল থেকে মুক্তি পেয়েছেন আজম খান। জেল থেকে বেরোনোর সময় আজম খানকে অভ্যর্থনা জানান শিবপাল সিং যাদব। মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
আজম খানের মুক্তির বিষয়ে সপা প্রধান অখিলেশ যাদব বলেছেন, “আজম খান জেল থেকে মুক্তি পেয়েছেন। এ জন্য আমি আদালতকে ধন্যবাদ জানাতে চাই। আমরা সমাজবাদীরা বিশ্বাস করতাম, আদালত ন্যায়বিচার করবে।
আমরা আশা করি আগামী সময়ে কোনও মিথ্যা মামলা দায়ের করা হবে না এবং বিজেপির দ্বারা কোনও অবিচার করা হবে না। সমাজবাদীদের জন্য এটা আনন্দের বিষয় যে তাকে মুক্তি দেওয়া হয়েছে।”

