এশিয়া কাপ ক্রিকেটে টানা দুইবার পাকিস্তানকে হারাল ভারত। এবার ফুটবলেও পাক বধ ভারতের। সোমবার কলম্বোয় রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে জয়ী ভারত। গ্রুপ বি’র এই ম্যাচে দাপট দেখিয়ে জিতল ব্লু-টাইগার্সরা। ম্যাচের ৩১ মিনিটে গাংতের গোলে এগিয়ে যায় ভারত। বাঁদিক থেকে অধিনায়ক ডেনি সিং বক্সের ক্রস থেকে বল জালে জড়িয়ে দেন গাংতে। এরপরও লাগাতার আক্রমণ চালিয়ে যায় ভারত। ৪০ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেলেও ব্যর্থ হয় পাকিস্তান। ৪২ মিনিটে পেনাল্টি থেমে মহম্মদ আবদুল্লাহের গোলে সমতায় ফেরে পাকিস্তান। ৬৩ মিনিটে গুনলেইবার গোলে ব্যবধান বাড়ায় ভারত। ৭০ মিনিটে হামজা ইয়াসিরের ভারতের উপর চাল বাড়ায় পাকিস্তান। তবে চাপ কাটিয়ে দ্রুতই জয়ের পথ পরিস্কার করে ভারত। ৭৩ মিনিটে রাহান আহমেদের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ভারত। তিন ম্যাচের তিনটিতে জয় পেয়ে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান।

