হাসির টনিক নিয়ে ফের একসঙ্গে রীতেশ, বিবেক ও আফতাব, কোন সিনেমায়?

ফের হাসির টনিক নিয়ে বড় পর্দায় আসছে ‘মস্তি ৪’ (Masti 4)। মিলাপ মিলন জাভেরি নির্দেশিত ‘মস্তি ৪’ চলতি বছরের নভেম্বরে। থাকবে সেই পুরনো জুটি, রীতেশ দেশমুখ (Ritesh Deshmukh), বিবেক ওবরয় (Vivek Obroi) ও আফতাব শিবদাসানি (Aftab Shivdasani) । জানা যাচেছ, চলতি সপ্তাহেই প্রকাশ্যে আসবে ছবির প্রথম টিজার। ২০ সেকেন্ডের একটি টিজার প্রথমে প্রকাশ করা হবে। টিজারেই জানা যাবে ছবির মুক্তির তারিখ। তবে, মনে হচেছ ‘মস্তি ৪’ এর হাসির পারদ বেশ চড়া হবে। ছবির নির্মাতা সূত্রে খবর, ছবিতে কমেডির সঙ্গে থাকবে থ্রিলও। নতুন জেনারেশনকেও দেখানো হবে ‘মস্তি ৪’এ।
এছাড়া ছবিতে দেখা যাবে অরশাদ ওয়ারশি, জেনেলিয়া ডিসুজা, এলনাজ নরোউজি, রুহি সিং। ছবিটির পরিচালনায় থাকছে এ ঝুনঝুনওয়ালা, ইন্দ্রকুমার ও একতা কাপুর। *

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 12 =