তমলুক : সোনার দোকানের কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও বহু লক্ষ টাকা নগদ লুট করে পালাল দুষ্কৃতী দল। সোমবার সকালে তমলুক থানার মিলননগর বাজারে এই ঘটনায় শোরগোল পড়ে যায়। ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয় সূত্রের খবর, মিলননগর বাজারে একটি সোনার দোকানের এক কর্মচারী এদিন সকালে দোকান খোলার পরেই কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী দোকানে ঢোকে।
দুষ্কৃতীরা ওই কর্মীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার গয়না ও নগদ টাকা লুট করে। এরপর ওই সোনার দোকানের কর্মচারীকে বেঁধে রেখে পালিয়ে যায় তারা।

