কলকাতা : রাতের শহরে যাতে কারও কোনও বিপদ না হয়, সকলে নিরাপদ থাকে, তা নিশ্চিত করতে রবিবার রাতে টহলদারিতে বেরিয়েছিলেন ইকো পার্ক থানার পুলিশ আধিকারিক জ্যোতিষ দেবনাথ। দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।
সূত্রের খবর, সাইকেলে করে চেনা পরিচিত রাস্তাতেই তিনি টহল দিচ্ছিলেন। ইকো পার্কের ২ নম্বর গেটের কাছে সার্ভিস লেনে তাঁকে ধাক্কা মারে বেপরোয়া গতির একটি গাড়ি। মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়ে যান তিনি। পা থেকে ছিটকে যায় জুতো, হাতে থাকা জিনিসপত্র।
তাঁর সঙ্গে রবিবার রাতে আরও এক সহকর্মী ছিলেন। গাড়িটি তাঁকেও মারে। স্থানীয়রা আওয়াজ পেয়ে দ্রুত তাঁদের নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ইকো পার্ক থানার কনস্টেবল জ্যোতিষকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আর এক সহকর্মীর চিকিৎসা চলছে। গাড়িটি দুই পুলিশকর্মীকে মেরে ঘটনাস্থান থেকে পালিয়ে যাওয়ায় সেটির কিনারা করা সম্ভব হয়নি। তদন্তে নেমেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির খোঁজ শুরু হয়েছে।

