কলকাতা : নিউ টাউনে ইকো পার্ক থানা এলাকার ১১ নম্বর ট্যাঙ্ক সংলগ্ন একটি রাস্তায় সোমবার ভোরে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে নির্মাণ শ্রমিকেরা ওই এলাকায় একটি বাসের তলায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন। এই অস্বাভাবিক মৃত্যু আদতে পথ দুর্ঘটনা নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। রহস্যের কিনারা করতে ইতিমধ্যেই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্য সংগ্রহ করে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

