কলকাতা : কলকাতার আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনিতে ১১ই সেপ্টেম্বর সন্ধ্যায় যে রক্তচক্ষু নাচিয়েছিল দুষ্কৃতীরা, সেই ঘটনার অন্যতম অভিযুক্ত অবশেষে পুলিশের জালে। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ নয়াদিল্লি রেল স্টেশনের আজমেরি গেট এলাকা থেকে পাকড়াও করা হয় মহম্মদ ফিরোজ খান ওরফে ‘মিনি ফিরোজ’-কে। কলকাতা পুলিশের বিশেষ দল এই অভিযান চালায়। ধৃতের বয়স ৩৭, বাড়ি গুলশন কলোনিতেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন এলাকায় গোষ্ঠীগত সংঘর্ষের সময় একাধিক রাউন্ড গুলি চলে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে। সেদিনই লালবাজারের গোয়েন্দারা তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে, উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রও। পরে আরও এক সন্দেহভাজন ধরা পড়ে। কিন্তু মূল অভিযুক্ত ফিরোজ তখনই গা-ঢাকা দেয়। পালিয়েও সে সমাজমাধ্যমে সক্রিয় ছিল, ভিডিও আপলোড করত বলেও দাবি পুলিশের।
গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা দিল্লি পৌঁছন। অবশেষে রবিবার অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। ফিরোজকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় আনা হচ্ছে।
গুলশন কলোনির ঘিঞ্জি এলাকায় এর আগেও একাধিকবার বোমা-গুলির আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকা দখলকে ঘিরেই এই সংঘর্ষের মূলে দ্বন্দ্ব। ঘটনার পর থেকে ওই পাড়া-প্রতিবেশে নিরাপত্তা নিয়ে মানুষের আতঙ্ক এখনো কাটেনি।

