সাফল্যের কড়া নাড়ছে ‘জলি এলএলবি ৩’ (Jolly LLB3)। মুক্তির দ্বিতীয় দিনে ভালো ব্যবসা করল খিলাড়ি কুমার ও সার্কিটের ‘জলি এলএলবি৩:। শুক্রবারই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার (Akshay kumar) ও আরশাদ ওয়ারশির (Arshad Warshi) ‘জলি এলএলবি ৩’।শোনা যাচেছ, প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে সিনেমার আয় ৬০ শতাংশে লাফিয়ে বেড়েছে। মাল্টিপ্লেক্স-সহ সিঙ্গল স্ক্রিনেও ভালো ব্যবসা করছে এই জুটি। আশা করছে, তিনদিনের মধ্যে ৫০ কোটি কামিয়ে ফেলবে ‘জলি এলএলবি ৩’। সুভাষ কাপুরের নির্দেশিত এই ছবি মুক্তির পর ভালো সাফল্য না পেলেও আস্তে আস্তে দর্শকদের মনে জায়গা করছে। প্রথম দিনে ছবির আয় ১০ থেকে ১২.৫০ কোটির মধ্যে ছিল বলে বক্স অফিসের রিপোর্ট।
অন্যদিকে, রবিবার ভারত-পাকিস্তানের খেলা থাকায় ছবির ব্যবসায় তেমন প্রভাব ফেলবে না বলে আশা করা যাচেছ। খিলাড়ি কুমারের পরপর তিনটি ছবি অর্থাৎ কেশরি ২, হাউসফুল ৫ ও এবার জলি এলএলবি ৩ বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে।
উল্লেখ্য, জলি এলএলবি ২ ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছিল, এবার ৩ নম্বর ইনস্টলমেন্ট কত টাকা ঘরে তুলতে পারে তা কিছুদিন পরেই স্পষ্ট হবে।

