আত্মনির্ভরশীল হওয়া ছাড়া ভারতের কোনও বিকল্প নেই : প্রধানমন্ত্রী

ভাবনগর : বর্তমান পৃথিবীতে কোনও দেশই শত্রু নয়। আসল শত্রু হল পরনির্ভরতা। দেশ যত আত্মনির্ভর হবে, ততই আর্থিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। শনিবার গুজরাটের ভাবনগরে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের আত্মনির্ভরশীল হওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই। আমরা যদি অন্যের উপর নির্ভরশীল থাকি, তাহলে আমাদের আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হবে। ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলা যাবে না। প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন যে আত্মনির্ভর ভারতই সকল সমস্যার সমাধান। তিনি বলেন, “একশো সমস্যার একটিই ওষুধ আছে, আর তা হল আত্মনির্ভর ভারত।”

সমুদ্র-নির্ভর বাণিজ্যে ভারতের অতীত গৌরবহানির জন্য কংগ্রেসের নীতিকে দুষে প্রধানমন্ত্রী বলেন, ভারতে জাহাজ নির্মাণ শিল্প দুর্বল হওয়ার কারণে এত দিন ধরে বছরে ছ’লক্ষ কোটি টাকা বিভিন্ন দেশের জাহাজ এবং নৌ সংস্থাকে পণ্য পরিবহণের ভাড়া হিসাবে দিতে হয়েছে। যা ভারতের প্রতিরক্ষা বাজেটের সমান।

২০৪৭ সালের মধ্যে ভারতকে বন্দর এবং সমুদ্র বাণিজ্যে পৃথিবীর অগ্রণী শক্তিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি। এদিন প্রায় ৩৪,২০০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + twelve =