ওয়াশিংটন : শুক্রবার নতুন এক নির্দেশনামায় স্বাক্ষর করেছেন ট্রাম্প। তাতে বলা হয়েছে, এ বার থেকে এইচ-১বি ভিসার জন্য আমেরিকার সংস্থাগুলির কাছ থেকে বছরে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) করে নেবে সে দেশের সরকার।
এইচ-১বি ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করেন। ট্রাম্প সরাসরি এই উপায় বন্ধ না করলেও তবে এমন মোটা অঙ্কের মূল্য তিনি ধার্য করলেন, যাতে কোনও সংস্থা এমন কর্মীদের আর নিয়োগ করতে চাইবে না।
ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ট্রাম্পের এই নতুন নির্দেশের পরে সমস্যায় পড়তে পারেন সে দেশে কাজ করতে যাওয়া দক্ষ ভারতীয়রাও। গত বছর এইচ-১বি ভিসার সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন ভারতীয়রা। গত বছর এই ভিসার ৭১ শতাংশ পেয়েছিলেন ভারতীয় কর্মীরা। তারপর ১১ শতাংশ পেয়ে দ্বিতীয় স্থানে ছিল চিন। ফলে এইচ-১ বি ভিসার জন্য ফি এক ধাক্কায় এতটা বেড়ে যাওয়ায়, ভারত-সহ বিশ্বের অন্য দেশগুলি থেকে আমেরিকায় কর্মী নিয়োগে কোম্পানিগুলি কতটা উৎসাহী হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

