কলকাতা : রানি বিড়লা গার্লস কলেজ নিয়ে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ তথা তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ের মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ।
শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ কাজরী তথা সংশ্লিষ্ট কলেজের পরিচালন সমিতির কয়েক জনের সদস্যের মামলা খারিজ করে দেয়।
রানি বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি কাজরী বন্দ্যোপাধ্যায় কলেজের অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্যের বিরুদ্ধে কারণ দর্শানোর যে নোটিস জারি করেছিলেন, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সিঙ্গল বেঞ্চ। গত ৩ জুলাইয়ের সেই নোটিস এবং ২৯ অগস্ট অধ্যক্ষাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত আট সপ্তাহ স্থগিত থাকবে বলে জানান বিচারপতি বিভাস পট্টনায়েক। সেই সঙ্গে কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসাবে কাজরীর নিয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন তোলে উচ্চ আদালত।
স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন কাজরী এবং পরিচালন সমিতির কয়েক জন। ওই মামলা খারিজ করে দেওয়া হয় শুক্রবার।

