সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু গায়ক জুবিনের

হায়দরাবাদ : সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল গায়ক জুবিন গর্গের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

অসমের জনপ্রিয় কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন সিঙ্গাপুরে গিয়েছিলেন উত্তর-পূর্ব উৎসবে অংশগ্রহণ করতে। শুক্রবার সন্ধ্যায় তাঁর পারফর্ম করার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল এমন অপ্রত্যাশিত ঘটনা। জানা গিয়েছে, সিঙ্গাপুর পুলিশ তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। শোনা যাচ্ছে, জুবিনের খবর পেয়েই দ্রুত সিঙ্গাপুরে যাচ্ছেন তাঁর স্ত্রী।

ইতিমধ্যেই নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজকদের তরফ থেকে এক বিবৃতি জারি করা হয়েছে ৷ জানানো হয়েছে, স্কুবা ডাইভিং করার সময় জুবিন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ৷ বিবৃতিতে বলা হয়েছে, “সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার আগে জুবিনকে তৎক্ষনাৎ সিপিআর দেওয়া হয়েছিল ৷ হাসপাতালে চিকিৎসকরাও আপ্রাণ চেষ্টা করেন তাঁকে বাঁচানোর ৷ কিন্তু সকলের প্রয়াস ব্যর্থ হয় ৷ হাসপাতালের আইসিইউ বেডে দুপুর ২.৩০ নাগাদ মৃত্যু হয় জুবিন গর্গের ৷”

১৯৭২ সালের ১৮ নভেম্বর জোড়হাটে জন্মগ্রহণ জুবিন গর্গের। ‘উত্তর-পূর্বের রকস্টার’ হিসাবে পরিচিত। জুবিন ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলি’ দিয়ে খ্যাতি অর্জন করেন। তারপর একের পর এক অসাধারণ গান গেয়েছেন তিনি। অসমীয়া, বাংলা, হিন্দি এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ৪০ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। হিন্দি-বাংলা মিলিয়ে একাধিক সিনেমায় সুপারহিট গান উপহার দিয়েছেন জুবিন।

জানে ক্যায়া চাহে মন, দিল তু হি বাতা, পিয়া রে পিয়া রে-মত গান আজও হৃদয়ে আপামর জনগণের। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সংগীতজগতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 2 =