কলকাতা : হরিদেবপুর গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম দেবাংশু বিশ্বাস। বৃহস্পতিবার রাতে দেশপ্রিয় পার্ক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে ঘটনায় আরেক অভিযুক্ত চন্দন মালিককে গ্রেফতার করে হরিদেবপুর থানার পুলিশ। বর্ধমান স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও মূল অভিযুক্ত দেবাংশুর খোঁজ চালাচ্ছিল পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে হাতেনাতে ধরা হয়।
অভিযোগ, পার্টি করার প্রলোভন দেখিয়ে নির্যাতিতাকে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে যান চন্দন এবং দেবাংশু। সেখানেই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতনের পর কোনওমতে বাড়ি ফিরে আসেন তরুণী। পরে স্থানীয় হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।
এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। নির্যাতিতা তরুণীর অভিযোগ ছিল, বেশ কয়েক মাস আগে তাঁর সঙ্গে চন্দন মালিকের পরিচয় হয়েছিল। নিজেকে দক্ষিণ কলকাতার একটি বড়পুজো কমিটির কর্তা বলে পরিচয় দেন তিনি। সেই সূত্রেই তরুণীর সঙ্গে দেবাংশুর পরিচয় হয়। তাঁদের মধ্যে প্রায়ই কথা হত। চলতি মাসের পাঁচ তারিখ তরুণীর জন্মদিন ছিল।

