সংযুক্ত আরব আমিরশাহিকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠল পাকিস্তান। আগামী রবিবার আবার ভারতের মুখোমুখি হবেন সলমন আলি আঘারা। বুধবার নানা টালবাহানার পর খেলতে নামে পাকিস্তান। তবে ম্যাচ জিততে সমস্যা হয়নি সলমনদের।প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ৯ উইকেটে ১৪৬। জবাবে আমিরশাহির ইনিংস শেষ হল ১৭.৪ ওভারে ১০৫ রানে। এশিয়া কাপে রবিবার ফের ভারত-পাক ম্যাচ।

