“দ্য বেঙ্গল ফাইলস”-এর প্রদর্শনী নিষেধাজ্ঞার বিরুদ্ধে উত্তর কলকাতায় প্রতিবাদ

কলকাতা : আজ উত্তর কলকাতার হাতিবাগানে অবস্থিত স্টার থিয়েটার সিনেমা হলের সামনে “দ্য বেঙ্গল ফাইলস” সিনেমাটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলিতে অবৈধভাবে প্রদর্শন না করার প্রতিবাদে জোরদার আন্দোলন সংগঠিত হয়। এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন উত্তর কলকাতা জেলার সম্পাদিকা পূর্ণিমা চক্রবর্তী।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ভোলা প্রসাদ সোনকর, যশবন্ত সিংহ, বিশ্বজিৎ সাহা, সুজিত চট্টোপাধ্যায়, রাজ্য নেতা দীপু বৈঠা সহ শতাধিক কর্মী ও সাধারণ জনগণ।

প্রতিবাদে অংশগ্রহণকারী সমস্ত কর্মী ও স্থানীয় জনগণের একটাই দাবি ছিল-“দ্য বেঙ্গল ফাইলস” সিনেমাটি অবিলম্বে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলিতে মুক্তি দেওয়া হোক, যাতে বাংলার জনগণ নিজেদের রাজ্যের ইতিহাসের সত্যতা থেকে বঞ্চিত না হন।

প্রতিবাদকারীরা জানান, এই সিনেমার প্রদর্শনী বন্ধ রাখা জনগণের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। যদি দ্রুত এই সিনেমা মুক্তি না দেওয়া হয়, তাহলে আন্দোলন আরও তীব্র করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =