১৫ সেপ্টেম্বর ছেলে আরভের ২৩ তম জন্মদিন, সেই উপলক্ষে ছেলেকে শুভেচছা জানিয়ে আবেগঘন পোস্ট করলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। টুইঙ্কল খান্নাও ছেলেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচছা জানান।
এক্স হ্যান্ডেলে অক্ষয় কুমার লেখেন, শুভ ২৩ তম জন্মদিন আরভ। যখন আমি ২০ বছর বয়সি ছিলাম তখন অনস্ক্রিন আমি মারপিট শিখছি। কিন্তু এখন প্রতি মুহূর্তে তুমি আমায় ছাপিয়ে যাচছ, সেটা ফ্যাশন হোক বা অন্য কিছুতে। অনেক ভালোবাসা, জীবনের সেরা ২৩ বছর কাটিয়ে এসছো।’
পাশাপাশি টুইঙ্কল লেখেন, শুভ জন্মদিন আরভ, তুমি ছোটবেলার তোমার স্বাধীনতা চাইতে, তখন মনে হত কবে তুমি তোমার নিজের বাড়ি বানাবে, তখন আমার বাড়ি অন্ধকার হয়ে যাবে। আর যখন তুমি ফিরে আসবে, তখন আমি হাজার প্রদীপ জ্বালিয়ে রাখব, মনে হবে আমরা দীপাবলি উদযাপন করছি। কিন্তু, তখন আমি বুঝতে পারিনি যারা হৃদয়ে বাস করে তারা কখনও দূরে যায় না। আমার পৃথিবী জ্বলে উঠবে তোমার প্রত্যেক ফোন ও ম্যাসেজে।
জন্মদিনের বার্তার পাশাপাশি খিলাড়ি কুমার ফ্যামিলি ফটোর সিরিজ ছবি পোস্ট করেন, যেখানে তাঁরা জঙ্গল সাফারি করছেন।

