কালনা : সোমবার কালনার নান্দাই দুর্গাপুর রেলগেটের কাছে একটি যাত্রিবাহী বাস এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ২০ জন। আহতদের ভর্তি করানো হয়েছে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। চালকের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নবদ্বীপ থেকে একটি বাস প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বর্ধমান রওনা দেয়। কালনার দুর্গাপুর এলাকায় বাসটি একটি বাঁকের মুখে ডান দিকে সরে যায়।
সে সময়ে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

