মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার রানিতলায় বাড়িতে আগুন লেগে মৃত্যু হল একই পরিবারের ৩টি শিশুর। শনিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ পঞ্চায়েতের জামালপাড়া এলাকায়। মৃত শিশুরা হল – আদিল, সাহিল এবং তাদের বোন সাজিদা।
শনিবার রাতে হঠাৎই তাদের বাড়িতে আগুন লেগে যায়। সেই সময়ে ঘরের ভিতরে মায়ের সঙ্গেই ঘুমাচ্ছিল তিন ভাই-বোন। কিছু বুঝে ওঠার আগেই আগুনে সমস্ত কিছু পুড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন ভাই-বোনের। কোনওরকমে প্রাণে বাঁচেন তাদের মা। আগুনে বাড়ির সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভগবানগোলা বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকার, আখেরিগঞ্জ পঞ্চায়েতের প্রধান সাহিন শেখ ও রানিতলা থানার পুলিস। কিন্তু ততক্ষণে আগুনের গ্রাসে চলে গিয়েছে গোটা বাড়ি। পুলিশ ওই তিন শিশুর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

