অভিনেত্রী প্রাক পুজো এবার ভালোই কাটছে। গৃহপ্রবেশ, ধূমকেতুর সাফল্যে একপ্রকার উচছ্বসিত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhasree Ganguly)। বাইরের কাজের সঙ্গে বাড়ির দায়িত্ব পালনেও তাঁর জুড়ি মেলা ভার। সম্প্রতি, দেখা গেল ছেলে ইউভানের ৫ বছরের জন্মদিন পালন করলেন শুভশ্রী। ছেলের প্রিয় ‘সোনিক’ থিমে অনুষ্ঠান আসর সাজানো হয়। গেস্টের তালিকায় ছিল ইউভানের খুদে বন্ধুরা।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর ইউভানের জন্মদিন। দুই ভাই বোন ইউভান ও ইয়ালিনি পরেছি সাদা-কালো জার্সিতে। অভিনেত্রী পরেছিলেন সি-ব্লু রঙের একটি লং গাউন, রাজ পরেছিলেন কালো টি-শার্ট ও ব্যাগি জিনস। ইউভানের জন্মদিনে দেখা গেল অভিনেত্রী কোয়েলের ছেলে কবীরকেও। বাচ্চাদের আকর্ষণ বাড়াতে জন্মদিনের পার্টিতে ছিল শিশুদের খেলার সেকশন।

