দলজিৎ দোসাঞ্জকে ধন্যবাদ জানালেন কিং খান, এমন কী হল?

পঞ্জাবি গায়ক ও অভিনেতা দলজিৎ দোসাঞ্জের (Daljit Dosnjh) প্রশংসায় পঞ্চমুখ হলেন কিং খান। বলিউডে এখন চর্চিত শাহরুখ পুত্র আরিয়ান খানের (Ariyaan Khan) ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজ নিয়ে। সেই সিরিজেই এবার গান গাইলেন দলজিৎ। ‘তেনু কি পাতা’ গান মুক্তির পরই শাহরুখ সোশ্যাল মিডিয়ায় লেখেন, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দলজিৎকে, তুমি খুব ভালো, আশা করছি আরিয়ান খুব একটা কষ্ট দেয়নি। অনেক ভালোবাসা’।

পরক্ষণেই উত্তর দেন পঞ্জাবি অভিনেতা ও গায়ক, তিনি লেখেন, আপনাকেও অনেক ভালোবাসা, আরিয়ান অসাধারণ, যখন প্রথম ওর সঙ্গে দেখা হল, মনে হল আপানার সঙ্গে দেখা করছি। আরিয়ান গিটার বাজানোর সঙ্গে ভালো গানও করে। যখন আমি গানের ডাবিং করছিলাম, আরিয়ান গানের প্রতিটি নোট মনে রেখেছে, ভগবান অনেক সম্মান আনুক ওর জন্য।

https://x.com/diljitdosanjh/status/1966710082726752570?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1966710082726752570%7Ctwgr%5E5c3fbd594f35210fa67b225102607a11464d6379%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pinkvilla.com%2Fcinema%2Fdiljit-dosanjh-was-shocked-on-meeting-aryan-khan-for-the-first-time-for-the-bads-of-bollywood-collab-heres-why-1396819

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, আরিয়ান খান তার বাবা শাহরুখকে ভিডিও কল করে দেখাচেছন তারা গানের শুট করছেন, উল্টে দিকে শাহরুখ বলছেন, দলজিতের সঙ্গে কাজ করে আমার ছেলে এবার ফেমাস হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =