আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির জলে ভরা একটি নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১টার দিকে আলিপুরদুয়ার মাঝেরদাবাড়ি চা বাগানের বড়লাইন এলাকায়।
বাগানের জেনারেল ম্যানেজার চিন্ময় ধর জানান, মৃত শিশুর নাম মিট ওরাওঁ। তার বাবা চরকু ওরাওঁ অসমে কাজ করেন, আর তার মা চা বাগানে শ্রমিকের কাজ করেন। ঘটনার সময় মা বাগানে কাজ করতে গিয়ে মিটকে তার দাদুর কাছে বাড়িতে রেখে এসেছিলেন।
দাদার কাছে খেলার সময় শিশুটি নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের কাছে পৌঁছে বৃষ্টির জলে ভরা একটি গর্তে পড়ে যায়। কেউই বুঝতে পায়নি। কিছুক্ষণ পর, যখন দাদু শিশুটিকে জলে পড়ে থাকতে দেখেন, তখন তিনি তাৎক্ষণিকভাবে তাকে বের করে আনেন এবং পেট চেপে পানি বের করার চেষ্টা করেন। কিন্তু শিশুটির জ্ঞান ফিরে আসেনি।
এরপর তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় সমগ্র চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

