‘কারিশ্মা আমার ভালো বন্ধু, প্রিয়া দূরত্ব বাড়িয়েছে’

ব্যবসায়ী সঞ্জয় কাপুরের (Sanjay Kapoor) আচমকা মৃত্যু সবাইকে হতবাক করে দিয়েছে। সঞ্জয়ের মৃত্যু যত না হেডলাইন হয়েছে, তার থেকে হেডলাইন হচেছ প্রয়াত সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে টানাটানির খবর। সঞ্জয় কাপুরের প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। যার ভাগ নিয়ে সঞ্জয়ের স্ত্রীর সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন সঞ্জয়ের মা ও প্রাক্তন স্ত্রী কারিশ্মা কাপুর (Karishma Kapoor)। সঞ্জয়ের মা প্রিয়া সচদেব তথা সঞ্জয়ের স্ত্রীর বিরুদ্ধে সম্পত্তি বিক্রি করে দেওয়ারও অভিযোগ তুলেছেন। এরই মধ্যে সঞ্জয়ের বোন মধিরা কাপুর স্মিথের মুখে শোনা গেল, কারিশ্মাকে সমর্থন দেওয়ার কথা।

সম্প্রতি, সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে মধিরা জানান, কারিশ্মার সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে, উল্টে প্রিয়া দূরত্ব বাড়িয়েছে। কিন্তু কারিশ্মা এখনও আমার বন্ধু। আমার ভাইঝি ও ভাইপো সামায়রা ও কিয়ানকে করিশ্মা যেভাবে বড় করেছে তাতে গর্ব হয়। কিন্তু, প্রিয়া বা তাদের ছেলের সঙ্গে কোনও সম্পর্ক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + seventeen =