নলহাটি : ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি চলাকালীন সিপিএম ও কংগ্রেস সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস কর্মীরা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নলহাটি দুই ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতের বাঁধখালা গ্রামে। ঘটনায় উভয় পক্ষ মিলিয়ে ৬ জন জখম হন।
সূত্রের খবর, এই পঞ্চায়েতে সিপিএম ও কংগ্রেস জোটের প্রভাব বেশি। পঞ্চায়েতও জোটের দখলে। অভিযোগ, পুলিশের সামনেই হাতাহাতি হয় দুই পক্ষের। ঘটনায় উভয়পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে।

