কলকাতা : নির্বাচন কমিশনের নির্দেশ পুরোপুরি কার্যকর করেনি রাজ্য। ভোটার তালিকায় কারচুপি নিয়ে আদালত চাইলে রাজ্যের কাছে তথ্য তলব করুক। তাতে কোনও আপত্তি নেই। সাসপেন্ড হওয়া এক ভোটকর্মীর ভোটার তালিকায় কারচুপি সংক্রান্ত অভিযোগের মামলায় কলকাতা হাই কোর্টে বুধবার রিপোর্ট দিয়ে এ কথা জানাল নির্বাচন কমিশন।
হাই কোর্টে কমিশনের আশ্বাস, ভবিষ্যতে কোনও আধিকারিকের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ প্রমাণিত হলে শুধু বিভাগীয় তদন্ত নয়, আইন মেনে ফৌজদারি মামলা দায়ের করা হবে।
কমিশন বুধবার আদালতে জানিয়েছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন (এসআইআর) প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে। এই সংশোধনের মাধ্যমে অযোগ্যদের নাম বাদ যাবে এবং যোগ্য ব্যক্তিদের নাম ভোটার তালিকায় থাকবে।

