দুয়ার জন্মের ১ বছর পূর্ণ, স্পেশ্যাল কী করলেন দীপিকা?

দুয়ার জন্মের এক বছর পূর্ণ হতে একরত্তির জন্য হোমমেড কেক তৈরি করলেন মা দীপিকা পাড়ুকোন (Deepika Padukon)। সোশ্যাল মিডিয়ায় নিজের তৈরি করা কেকের ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আমার লাভ ল্যাঙ্গোয়েজ? আমার মেয়ের জন্য তার প্রথম জন্মদিনে কেক বেক করা।’ ছবির পোস্টের পরই শুভেচছায় ভরে যায় কমেন্ট সেকশন। কমেন্ট করতে দেখা রণবীর সিংকেও, তিনি লেখেন, ‘সেরা মা’। একজন লিখলেন, ‘ একবছর হয়ে গেল?’

মা হওয়ার পর দীপিকা বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটি কাটাচেছন, সেভাবে কোনও সিনেমায় দেখা না গেলেও বেশ কিছু অ্যাড শুটে দেখা গিয়েছে তাকে। তবে, তার হাঁতে বহু প্রোজেক্টের কাজ রয়েছে। আল্লু অর্জুনের সঙ্গে একটি ছবিতে কাজ করার কথাও চলছে বলে শোনা গিয়েছে। এছাড়া হাতে রয়েছে, ‘ব্রম্ভাস্ত্র পার্ট ২: দেব’, পাঠান ২ সিক্যুয়েলের মতো বেশ কিছু কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 13 =