মালদা : বুধবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার মতিগঞ্জে।
জানা গেছে, মোটরবাইকে করে ইংরেজি পরীক্ষা দিতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় ছিটকে পড়েন তন্ময় প্রামাণিক, মহম্মদ রেহান। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।
তাঁরা রতুয়ার শ্রীপুর বল্লভপুরের বাসিন্দা ছিলেন। তাঁরা সামসি এগ্রিল হাই স্কুলের ছাত্র ছিলেন। তাঁদের রতুয়া হাই স্কুলে পরীক্ষার সিট পড়েছিল।

