কলকাতা : কলকাতার হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনার পাঁচ দিনের মাথায় বর্ধমান থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশন থেকে ধরা পড়েছে ঘটনায় অন্যতম অভিযুক্ত। আর এক অভিযুক্তেরও খোঁজ চলছে।
গত শুক্রবার রাতের ঘটনা। এক বন্ধুর সঙ্গে হরিদেবপুর থানার অন্তর্গত মালঞ্চ এলাকার এক বাড়িতে গিয়েছিলেন নির্যাতিতা। সেখানে আর এক বন্ধুর জন্মদিনের পার্টি ছিল বলে জানতেন তিনি। তবে ওই বাড়িতে ঢুকে তরুণী দেখেন, ওই দু’জন ছাড়া আর কেউ সেখানে নেই। কোনও পার্টিও হচ্ছে না। অভিযোগ, এর পর ফ্ল্যাটের ভিতরেই দু’জন তাঁকে ধর্ষণ করে। শনিবার সকালে হরিদেবপুর থানায় দুই তরুণের নামে অভিযোগ দায়ের করেন তরুণী।

