নয়াদিল্লি : উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ভোট দিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। মঙ্গলবার সকাল ১০-টা থেকে শুরু হয় ভোটপর্ব। প্রথমেই ভোট দেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও লোকসভা ও রাজ্যসভার সাংসদরা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন।
উপরাষ্ট্রপতি নির্বাচনে ইতিমধ্যেই ভোট দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, কংগ্রেসের শশী থারুর, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর প্রমুখ।
অনুরাগ বলেছেন, “বিজেপি-এনডিএ মনোনীত প্রার্থী অত্যন্ত করুণাময়; তার জীবন সাফল্যে পূর্ণ হয়েছে। তিনি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবেন বলে আমার বিশ্বাস। দেশ পাবে নতুন উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভা পাবে নতুন চেয়ারম্যান।” এছাড়াও মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত, কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখ ভোট দিয়েছেন।

