প্রাক্তন ভারতীয় স্পিনার ও বর্তমান রাজ্যসভার সাংসদ হরভজন সিংহ আবারও খবরের শিরোনামে উঠে এলেন এক মানবিক কাজের জন্য। সম্প্রতি ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছে পঞ্জাব। রাজ্যের বহু জেলা জলের তলায় চলে গিয়েছে, অন্তত চল্লিশ জনের মৃত্যু হয়েছে এবং বিশাল ক্ষতি হয়েছে কৃষিক্ষেত্রে। এই কঠিন সময়ে নিজের রাজ্যের মানুষের পাশে দাঁড়ালেন পঞ্জাবের ছেলে হরভজন। তিনি শুধুমাত্র কথায় নয়, কাজে প্রমাণ করলেন যে সংকটে মানুষের পাশে থাকা একজন নাগরিকের কর্তব্য। হরভজন নিজের সাংসদ তহবিল থেকে আটটি যন্ত্রচালিত নৌকা দান করেছেন। পাশাপাশি ব্যক্তিগত অর্থে আরও তিনটি নৌকা কিনে দিয়েছেন। সব মিলিয়ে মোট ১১টি নৌকা পৌঁছে দিয়েছেন দুর্গত এলাকায়, যাতে আটকে পড়া মানুষদের উদ্ধার করা যায় এবং যাতায়াতের সমস্যাও কমে। প্রতিটি নৌকার দাম প্রায় সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা। শুধু নৌকাই নয়, অসুস্থ মানুষদের দ্রুত হাসপাতালে পৌঁছনোর জন্য অ্যাম্বুল্যান্সও দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি বন্যাদুর্গতদের জন্য পঞ্চাশ লক্ষ টাকা সংগ্রহ করে দিয়েছেন এবং বন্ধু-বান্ধব, সংস্থাগুলোকেও আহ্বান জানিয়েছেন সাহায্যের জন্য। ইতিমধ্যেই কয়েকটি ক্রিকেট সংশ্লিষ্ট সংস্থা তাঁর আহ্বানে সাড়া দিয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হল, হরভজন কেবল মাঠের একজন সফল ক্রিকেটার নন, তিনি সমাজেরও একজন দায়িত্বশীল নাগরিক। এর আগেও তিনি নানা কারণে আলোচনায় এসেছেন—সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছিলেন, আবার আইপিএলের পুরনো বিতর্ক নিয়েও খবরের শিরোনামে ছিলেন। তবে এবারের খবর অন্যরকম—এবার তিনি শিরোনামে উঠে এলেন এক মানবিক উদ্যোগের কারণে। পঞ্জাবের ভয়াবহ পরিস্থিতিতে বহু শিল্পী, গায়ক ও বিশিষ্ট মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁদের তালিকায় যুক্ত হলেন হরভজন সিংহের নামও। তিনি দেখালেন, জনপ্রিয়তা ও অবস্থান কেবল নিজের জন্য নয়, সমাজের প্রয়োজনে ব্যবহার করাই আসল সাফল্য। তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে আরও অনেককে অনুপ্রাণিত করবে দুর্গতদের পাশে দাঁড়াতে।

