রাকেশ রোশন একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কৃষ ৪ (Krish 4) নিয়ে তাঁরা চিন্তা ভাবনা করছেন। এবার শোনা যাচেছ, এবার খোদ গ্রিক গড অর্থাৎ হৃত্বিক রোশন (Hrithik Roshan) নির্দেশনার জুতোয় পা রাখবেন। তারপরই নেটিজেনদের প্রশ্ন, কবে শুরু হবে কৃষ ৪ শুটিং?
সম্প্রতি, রাকেশ রোশন পালন করেন তাঁর ৭৬ তম জন্মদিন। মিডিয়ার সাক্ষাৎকারে তিনি বলেন, প্রোডাকশন নিয়ে কথাবার্তা হচেছ, স্ক্রিপ তৈরি নিয়ে সমস্যা নয়। বাজেট নিয়ে আলোচনা চলছে। বাজেট ইস্যু ঠিক হলেই শুরু হবে শুট। শোনা যাচেছ, ২০২৬ সালে শুরু হতে পারে শুট। কারণ, প্রি-প্রোডাকশনের কাজ অনেক এই সিনেমার জন্য, সেটা না হলে শুট শুরু করা যাবে না। রাকেশ জানান, আমাদের পরিকল্পনা অনুযায়ী ২০২৭ মুক্তি পাবে কৃষ ৪।
উল্লেখ্য, অগস্টেই মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর ও হৃত্বিকের সিনেমা ‘ওয়ার ২’।

