কলকাতা : সরকারি বাতানকূল একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটল।
সোমবার দুপুরের দিকে ভিআইপি রোডের উপরে তেঘরিয়া এলাকায় ওই ঘটনা ঘটেছে।
জানা গেছে, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। বাসটি সল্টলেকের করুণাময়ী ডিপো থেকে বেরিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে।

