কলকাতা : উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা সোমবার থেকে শুরু হয়েছে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৬০ হাজার। প্রশ্নপত্র নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
আগেই জানানো হয়েছে, পরীক্ষা হলে কোনও রকম ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না পরীক্ষার্থীরা। সেই মতো এদিন কড়াকড়ি নজরে এসেছে। সকাল ১০টা থেকে শুরু হয়েছে পরীক্ষা, চলবে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত। মিউজিক, ভিস্যুয়াল আর্টস এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে পরীক্ষা হবে সকাল ১০ থেকে ১০ টা ৪৫ মিনিট পর্যন্ত।
প্রথম সেমেস্টারে ছাত্রদের তুলনায় মোট ৭৯,৫৮২ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসেছে। ২৩টি জেলার ক্ষেত্রেই ছাত্রীদের সংখ্যা বেশি। মোট পরীক্ষাকেন্দ্র ২,১০৬টি। উচ্চ মাধ্যমিকে বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ৩৪২।

