এশিয়া কাপের আগে জোরকদমে ভারতীয়দের প্রস্তুতি, আশাবাদী কোচ – অধিনায়ক !

৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ। ভারতীয় দলের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। তার আগেই শুক্রবার থেকে অনুশীলনে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। অনুশীলন শুরুর আগে খেলোয়াড়দের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। সেই বার্তাই শেয়ার করেছেন দলের অলরাউন্ডার শিবম দুবে। বিসিসিআইয়ের প্রকাশ করা এক ভিডিওতে দুবে জানিয়েছেন, গম্ভীর বলেছেন—“দেশের হয়ে খেলার সময় সব সময় নতুন কিছু করার সুযোগ থাকে। সেই সুযোগ কাজে লাগাও। সঠিকভাবে প্রশিক্ষণ নাও। ভালো ক্রিকেটার হয়ে ওঠো।” দুবের কথায় স্পষ্ট, জাতীয় দলে জায়গা ধরে রাখতে মরিয়া তিনি। তাই প্রতিটি অনুশীলন সেশনকেই তিনি সুযোগ হিসেবে দেখছেন। এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। মোট ১৯ দিনের এই টুর্নামেন্টে খেলা হবে ১৯টি ম্যাচ। এর মধ্যে ১১টি হবে আবু ধাবিতে, আর ৮টি ম্যাচ হবে দুবাইয়ে। মূল লড়াই শুরুর আগে ইতিমধ্যেই দুবাইতে আইসিসি অ্যাকাডেমিতে নেমে পড়েছে গিল-বুমরাহরা। সোশ্যাল মিডিয়ায় সেই অনুশীলনের ছবিও ভাইরাল হয়েছে। বিসিসিআইয়ের ভিডিওতে শুভমান গিল জানিয়েছেন, “আমাদের দল খুবই ভালো। যেভাবে আমরা টি-টোয়েন্টি খেলছি, তা বিনোদনের চেয়ে কম কিছু নয়। দলে যোগ দিতে পেরে খুব উত্তেজিত।” গিলের কথায় উঠে এসেছে তরুণদের আত্মবিশ্বাস। অন্যদিকে, দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফেরা জসপ্রিত বুমরাহও নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তাঁর কথায়, “অনেক দিন পর টি-টোয়েন্টি দলে যোগ দিয়ে সত্যিই ভালো লাগছে। তিন সপ্তাহের এই সময়টা সত্যিই ভালো ছিল। বাড়িতে কিছুটা সময় কাটাতে পেরেছি। তারুণ্যই আমাদের দলের শক্তি।” ভারতীয় দলে অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করেছে। গম্ভীরও বারবার জোর দিচ্ছেন শৃঙ্খলা, প্রশিক্ষণ আর সঠিক মনোভাবের উপর। আসন্ন এশিয়া কাপে তাই ভারতীয় দলের লক্ষ্য পরিষ্কার—আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা এবং প্রতিটি সুযোগকে কাজে লাগানো। এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি। গম্ভীরের বার্তা ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস তৈরি হয়েছে ক্রিকেটমহলে। এখন দেখার বিষয়, গিল-বুমরাহরা সেই বার্তাকে কতটা বাস্তবায়ন করতে পারেন মাঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =