দক্ষিণ ২৪ পরগনা : টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের (টিটিই) মুখে গরম ঘুগনি ছুড়ে মারা হল।
বারুইপুর স্টেশনেই ‘আক্রান্ত’ মহিলা টিকিট পরীক্ষক। ‘বারুইপুরে আসার বৈধ টিকিট ছিল না ওই মহিলা যাত্রীর।’ টিকিট দেখতে চাইতেই মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারা হয় বলে অভিযোগ। মহিলা কামরায় উঠে টিকিট দেখতে চাওয়ায় এই হামলা।
সুভাষগ্রামের সাইদা বিবির বিরুদ্ধে হামলার এই অভিযোগ উঠেছে। বারুইপুর জিআরপি-র হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত মহিলা। জিজ্ঞাসাবাদের মুখে ‘অপরাধ’ কবুল করেছেন অভিযুক্ত মহিলা যাত্রী।

