নয়ড : প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই মুম্বইয়ে মানব বোমা হামলা হুমকির কিনারা করলো পুলিশ। উত্তর প্রদেশের নয়ডা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতের নাম অশ্বিনী কুমার (৫১)। পেশায় জ্যোতিষী ওই ব্যক্তি আদতে বিহারের বাসিন্দা হলেও, গত পাঁচ বছর ধরে নয়ডায় রয়েছে। তাকে নয়ডার সেক্টর ১১৩ থেকে পাকড়াও করার পর মুম্বই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার মানববোমা হামলার হুমকি মেসেজ ঘিরে তোলপাড় পড়ে যায় মুম্বইয়ে। বাণিজ্য নগরীতে ৪০০ কেজি আরডিএক্স দিয়ে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি এসেছিল পুলিশের কাছে। মেসেজ পেয়েই তড়িঘড়ি উৎস খুঁজতে শুরু করে পুলিশ আর এরপরেই শনিবার নয়ডা থেকে গ্রেফতার করা হল অভিযুক্তকে।

