নয়াদিল্লি : খারাপ আবহাওয়ার জেরে কলকাতায় জরুরি অবতরণ দিল্লি-ভুবনেশ্বর এয়ার ইন্ডিয়া বিমানের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শুক্রবার। কলকাতায় অবতরণের পর বিমানে জ্বালানি ভরে ফের ভুবনেশ্বরে রওনা দেয় বিমানটি। বিমানটিতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি-সহ শতাধিক যাত্রী ছিলেন ।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, শুক্রবার সকালে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার AI473 বিমানটি। ভুবনেশ্বরে অবতরণের আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখন অবতরণ সম্ভব নয়। এই অবস্থায় বিমানের মুখ ঘুরিয়ে দেওয়া হয় কলকাতার দিকে। কলকাতায় জরুরি অবতরণ করে বিমানটি। এখানে জ্বালানি তেল ভরার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ ফের কলকাতা থেকে রওনা দেয় বিমানটি। এরপর দুপুর ১টা নাগাদ ভুবনেশ্বরে অবতরণ করে সেটি।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, শতাধিক যাত্রীর সঙ্গে এই বিমানেই সফর করছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। মুখ্যমন্ত্রী-সহ সমস্ত যাত্রীরা নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে বিমান সংস্থার তরফে।

