কলকাতা : শিয়ালদহ-বনগাঁ শাখায় প্রথমবার ছুটল এসি লোকল। উচ্ছ্বসিত যাত্রীরা। এসি লোকাল ট্রেন দেখতে শুক্রবার সকাল থেকেই স্টেশনে ভিড় জমিয়েছিলেন অনেকেই। ট্রেনেও ভিড় ছিল ভালোই। তবে যাত্রীদের একাংশের দাবি, ভাড়া একটু বেশি।
শিয়ালদহ- ভায়া বারাসত – বনগাঁ- রানাঘাট রুটে লোকাল এসি ট্রেন চলু হয়েছে। এদিন সকালে প্রথম ছাড়ে সেই ট্রেন। শুক্রবার রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহের উদ্দেশে রওনা দেয় এসি লোকাল ট্রেন। সকাল ৭টা ৪২-এ বনগাঁ পৌঁছয় এসি লোকাল ট্রেনটি।
টিকিট কেটে ট্রেনে উঠে পড়েন যাত্রীরা। প্রত্যেকের মুখেই হাসি। উল্লেখ্য, শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত ওই ট্রেনের ভাড়া ১২০ টাকা। ওই রুটে সর্বনিম্ন ৩৫ টাকা ও সর্বোচ্চ ১৫০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে।

