ভাদেরওয়াহ : প্রায় ১৮ ঘন্টার মধ্যে কাঠের অস্থায়ী সেতু তৈরি করল ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট। মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে জম্মু ও কাশ্মীরের ভাদেরওয়াহর বেজা গ্রামের রাস্তা, সেতু। স্থানীয় বাসিন্দারা দিশেহারা। ভাদেরওয়াহ যাওয়ার জন্য বাধ্য হয়েই নদী পেরোতে হচ্ছিল। গ্রামবাসীদের জন্য কাঠের অস্থায়ী সেতু বানিয়ে দিলেন সেনা জওয়ানরা।
ভাদেরওয়ায় অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ৪ রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের পর আটকে পড়া শতাধিক গ্রামবাসীকে উদ্ধার করতে এগিয়ে এসেছে। প্রায় ১৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে একটি অস্থায়ী কাঠের ব্রিজ তৈরি করে সেনাবাহিনী।
এই সপ্তাহের শুরুতে বেজা গ্রামে প্রাকৃতিক দুর্যোগে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে বুটলা, বেজা, শ্রেখি এবং কাটিয়ারার বাসিন্দারা মূল শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন। তাঁদের একমাত্র যোগাযোগের সড়ক ভেসে যাওয়ায়, বাধ্য হয়েই নদী পেরোচ্ছিলেন তাঁরা।

