ভনশালী ইন ইতালি, কোন সিনেমার প্রস্তুতি?

সঞ্জয় লীলা ভনশালীর (Sanjay Leela Bhansali) ছবি মানেই জাঁকজমকপূর্ণ, এক কথায় বলা যায় লার্জার দ্যান লাইফ। তাঁর সেট, তাঁর কস্টিউম বহুল চর্চিত। এবার ভনশালী তাঁর সিনেমার শুটের জন্য যেতে চান বিদেশে, শোনা যাচেছ তাঁর পরবর্তী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ (love and war) ছবির ক্লাইম্যাক্স শুট হবে ইতালির সিসিলিতে। ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট (Alia Bhatt), রণবীর কাপুর (Ranbir Kapoor), ভিকি কৌশল (Vicky Kaushal)। আলিয়া, রণবীর ভনশালীর সঙ্গে আগে কাজ করলেও ভিকির এই প্রথম কাজ।

উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিং শুরু হয়েছে গত বছরের নভেম্বর মাসেই। ১২৫ দিন শুট হয়ে গিয়েছে, শোনা যাচেছ ছবির সিংহ ভাগই শুট সম্পন্ন। মুম্বইতেও বেশ কিছু শুট হয়েছে। তবে, ছবির ক্লাইম্যাক্সের জন্য ভনশালীর পছ¨ বিদেশ। অক্টোবরেই ইউনিট নিয়ে উড়ে যেতে পারেন ভনশালী ইতালির উদ্দেশ্যে। সিনেমার দৃশ্য সুন্দর ও রোমান্টিকতা ভরিয়ে দিতে নাকি ইতালির সিসিলি তাঁর প্রথম পছন্দ।

প্রসঙ্গত, ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তি পাবে ২০২৬ সালের ২০ মার্চ। ছবির এডিটিংও চলছে, পরিচালক জানিয়েছে, সিনেমা নিয়ে কোনও দেরি তিনি চান না। ভনশালী ইন ইতালি, কোন সিনেমার প্রস্তুতি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eighteen =