ক্যানিং : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে এক মহিলার দগ্ধ দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম শীতলা সর্দার (৫৯)।
স্থানীয় মানুষজন খালের জলে মৃতদেহ ভাসতে দেখেন বুধবার রাতে। পুলিশকে খবর দিলে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তে পাঠানো হবে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিংয়ের বৈকুণ্ঠপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন শীতলা। বুধবার তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা সেই মৃতদেহ সৎকার করতে স্থানীয় বৈকুণ্ঠপুর গ্রামের শ্মশানে নিয়ে যায়। দেহ দাহ করার সময় প্রচণ্ড বৃষ্টি এলে চিতার আগুন নিভে যায়, ফলে দেহ আধপোড়া অবস্থায় থাকে। সেই দেহ খালের জলে ফেলে দিয়ে চলে যায় শীতলার পরিবারের সদস্যরা, এমনটাই অভিযোগ। ক্যানিং থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

